Thursday, December 31, 2009

H@pP¥ ñ3w yĘaR

☆☆░░▓▓▓▓▓░░░░▓▓▓▓▓░░░▓▓░░░░▓▓▓▓▓░░░♫░░☆☆ ☆☆░░░♫░░▓▓░░▓░░♥░░▓░▓▓▓░░░▓░░░░░▓░░░♥░☆☆ ☆☆░♫░♥░░▓▓░░▓░♫░♫░▓░░░▓░░░▓░░♫░░▓░░░♫░☆☆ ☆☆░♫░░▓▓░░░░▓░░░░░▓░░░▓░░░▓░░░♫░▓░♫░░░☆☆ ☆☆░░░▓▓░░░♥░▓░♫░░░▓░░░▓░░░▓░♫░░░▓░░░♥░☆☆ ☆☆░░▓▓░♫░░░░▓░░░♫░▓░░░▓░░░▓░░♫░░▓░░♫░░☆☆ ☆☆░░▓▓░░░░♥░▓░░░░░▓░░░▓░░░▓░░░░░▓░░░░░☆☆ ☆☆░░▓▓▓▓▓▓░░░▓▓▓▓▓░░░▓▓▓░░░▓▓▓▓▓░░░♫░░☆☆

Monday, December 21, 2009

১৪০০ সাল ( রবীদ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম )

রবীন্দ্রনাথ ঠাকুর  '১৪০০ সাল' শিরোনামের ১টি কবিতা লিখেছিলেন, কবিতাটি পড়ে কাজী নজরুল ইসলাম একই শিরোনামের একটি কবিতা লিখেছিলেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই  কবিতাটি লিখেছিলেন,
 

১৪০০ সাল
রবীন্দ্রনাথ ঠাকুর

আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতুহলভরে,
আজি হতে শতবর্ষ পরে!
আজি নব বসন্তের প্রভাতের আনন্দের
লেশমাত্র ভাগ,

Wednesday, December 16, 2009

প্রলয়োল্লাস - কাজী নজরুল ইসলাম

তোরা সব জয়ধ্বনি কর্‌ !
           তোরা সব জয়ধ্বনি কর্‌ !!
ঐ নূতনের কেতন ওড়ে কাল্-বোশেখীর ঝড়।
           তোরা সব জয়ধ্বনি কর্‌ !
           তোরা সব জয়ধ্বনি কর্‌ !!

আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য-পাগল,
সিন্ধুপারের সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙল আগল!
            মৃত্যু-গহন অন্ধ-কূপে
            মহাকালের চণ্ড-রূপে--
                      ধূম্র-ধুপে
বজ্র-শিখার মশাল জ্বেলে আসছে ভয়ঙ্কর--
            ওরে ঐ হাসছে ভয়ঙ্কর!
            তোরা সব জয়ধ্বনি কর্‌ !
            তোরা সব জয়ধ্বনি কর্‌ !!