দৃশ্য ১: বনের মধ্যে চমৎকার রৌদ্রোজ্জ্বল এক দিন। খরগোশটি তার নিজের গর্ত থেকে বের হয়ে কম্পিউটার চালু করে, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে, টাইপ করতে লাগল। হাঁটতে বেরিয়ে খরগোশকে দেখে পা টিপে টিপে তার কাছে আসল এক শেয়াল।
শেয়াল: [থাবা বের করে ধূর্ত হাসি দিয়ে] কী করছিস তুই?
খরগোশ: থিসিস লিখছি আমার, আগামী পরশু জমা দিতে হবে।
শেয়াল: [তাচ্ছিল্যভরে] অ! তা কীসের থিসিস?
খরগোশ: ওহ, আমার থিসিসের বিষয় হচ্ছে "খরগোশরা কীভাবে শেয়ালদের খায়!"
[বিশাল নিরবতা নেমে আসে কথোপকথনে]
শেয়াল: লিখলেই হলো! গুলতানির আর জায়গা পাস না। যেকোনো গাধাও জানে খরগোশরা কখনো শেয়াল খায় না।
খরগোশ: অবশ্যই খায়। আমি প্রমাণ দেখাচ্ছি, এসো আমার সাথে ।
Friday, September 17, 2010
Monday, July 19, 2010
একটা ছেলে : সাহানা বাজপেয়ী
একটা ছেলে মনের আঙ্গিনাতে
ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে
মন পাহাড়ী ঝরনা খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে,
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে।।
আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোনে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা রেখে,
সেই ছেলেটা হঠাৎ এলো মনে।।
ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে
মন পাহাড়ী ঝরনা খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে,
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে।।
আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোনে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা রেখে,
সেই ছেলেটা হঠাৎ এলো মনে।।
Thursday, July 1, 2010
Allah-Rahmanur Rahim
This is very interesting and please please take 2 mins out to read this inshallah it will benefit you !
A man woke up early order to pray the Fajr prayer in the masjid. He got dressed, made his ablution and was on his way to the masjid. On his way to the masjid, the man fell and his clothes got dirty. He got up, brushed himself off, and headed home. At home, he changed his clothes, made his ablution, and was, again, on his way to the masjid. On his way to the masjid, he fell again and at the same spot! He again, got up, brushed himself off and headed home.
A man woke up early order to pray the Fajr prayer in the masjid. He got dressed, made his ablution and was on his way to the masjid. On his way to the masjid, the man fell and his clothes got dirty. He got up, brushed himself off, and headed home. At home, he changed his clothes, made his ablution, and was, again, on his way to the masjid. On his way to the masjid, he fell again and at the same spot! He again, got up, brushed himself off and headed home.
Monday, June 28, 2010
বন্ধু সিরিজ
আমি এবং আমার বন্ধু জয়......
জয় আর আমি ইউনিভার্সিটির প্রথম দিন, ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এক সাথে বসেছি। যদিও আমি আর ও একই শহরে বেড়ে উঠেছি
( পরে জানলাম পাশাপাশি মহল্লায় আমাদের বাসা, এবং আমরা কিছুদিন একই স্কুলেও একই সাথে পড়েছি), তবুও জয়ের সাথে পূর্বে আমার কোনদিন পরিচয় হয়েছে বলে মনে হয়নি। প্রথম ও প্রধান কারণ আমার ঘরকুনো স্বভাব, এবং দ্বিতীয় কারণ, আমি খুব দ্রুত আমার স্বল্প পরিচিত মানুষদের ভুলে যাই।
জয় আমার সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। সে বন্ধু-বান্ধব এবং আশপাশের মানুষজন নিয়ে হই-হুল্লোড় করছে। রাত করে ঘরে ফিরছে। আর আমি আমার গুটিকয় বন্ধুদের হারিয়ে একাকি বন্ধু খুজে ফিরছি। এই সময়-ই জয়ের সাথে আমার বন্ধুত্ব। হয়তো বিপরীত মেরুর বলেই জয়ের সাথে আমার বন্ধুত্বটা খুব দ্রুতই হয়ে গেল। সাথে আরো ৩ জন বন্ধু-বান্ধবী। সারাদিন আমরা ৫ জন এক সাথে ঘুরছি ফিরছি। যেখানেই যাই ৫জন এক সাথে যাচ্ছি। ক্লাসের ফাকে ফাকে সারা ক্যাম্পাস টইটই করে ঘুরছি। ছিলাম ক্যান্টনমেন্ট কলেজে তাই স্বাধীনতা জিনিসটার স্বাদ পেলাম এই ভার্সিটিতে এসে।
জয় আর আমি ইউনিভার্সিটির প্রথম দিন, ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এক সাথে বসেছি। যদিও আমি আর ও একই শহরে বেড়ে উঠেছি
( পরে জানলাম পাশাপাশি মহল্লায় আমাদের বাসা, এবং আমরা কিছুদিন একই স্কুলেও একই সাথে পড়েছি), তবুও জয়ের সাথে পূর্বে আমার কোনদিন পরিচয় হয়েছে বলে মনে হয়নি। প্রথম ও প্রধান কারণ আমার ঘরকুনো স্বভাব, এবং দ্বিতীয় কারণ, আমি খুব দ্রুত আমার স্বল্প পরিচিত মানুষদের ভুলে যাই।
জয় আমার সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। সে বন্ধু-বান্ধব এবং আশপাশের মানুষজন নিয়ে হই-হুল্লোড় করছে। রাত করে ঘরে ফিরছে। আর আমি আমার গুটিকয় বন্ধুদের হারিয়ে একাকি বন্ধু খুজে ফিরছি। এই সময়-ই জয়ের সাথে আমার বন্ধুত্ব। হয়তো বিপরীত মেরুর বলেই জয়ের সাথে আমার বন্ধুত্বটা খুব দ্রুতই হয়ে গেল। সাথে আরো ৩ জন বন্ধু-বান্ধবী। সারাদিন আমরা ৫ জন এক সাথে ঘুরছি ফিরছি। যেখানেই যাই ৫জন এক সাথে যাচ্ছি। ক্লাসের ফাকে ফাকে সারা ক্যাম্পাস টইটই করে ঘুরছি। ছিলাম ক্যান্টনমেন্ট কলেজে তাই স্বাধীনতা জিনিসটার স্বাদ পেলাম এই ভার্সিটিতে এসে।
Sunday, June 27, 2010
কাজলা দিদি - যতীন্দ্র মোহন বাগচী
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;-
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে
ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই-
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে
ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই-
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;-
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন, দিদি বলে ডাকি তখন,
ওঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো?
Friday, June 25, 2010
just for fun.......
1. বৃষ্টিতে ভিজে ভিজে ভরে নাতো পেট,
খালি পেটে হাটা চলা করে মাথা হেট।
বৃষ্টি যদি খাওয়া যেত, তবে বড় ভালো হতো,
রেশনের লাইনেতে ভিড় যেত কমে,
দোকান বাজার ঊঠে যেত প্ররথমে।
তা যখন হয় না, কিছু বদলায় না,
তবে কেন ভিজব? কেন নাচব?
ব্যাটা তোর সাথে ঢ্যাং ঢ্যাং!
2. What's the difference between a teabag and Italy?
ans: A teabag stays in the cup longer.
What's the difference between a teabag and France?
ans: tea bag don't spread odor.
খালি পেটে হাটা চলা করে মাথা হেট।
বৃষ্টি যদি খাওয়া যেত, তবে বড় ভালো হতো,
রেশনের লাইনেতে ভিড় যেত কমে,
দোকান বাজার ঊঠে যেত প্ররথমে।
তা যখন হয় না, কিছু বদলায় না,
তবে কেন ভিজব? কেন নাচব?
ব্যাটা তোর সাথে ঢ্যাং ঢ্যাং!
2. What's the difference between a teabag and Italy?
ans: A teabag stays in the cup longer.
What's the difference between a teabag and France?
ans: tea bag don't spread odor.
Subscribe to:
Posts (Atom)