Monday, June 28, 2010

বন্ধু সিরিজ

আমি এবং আমার বন্ধু জয়......
জয় আর আমি ইউনিভার্সিটির প্রথম দিন, ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এক সাথে বসেছি। যদিও আমি আর ও একই শহরে বেড়ে উঠেছি
( পরে জানলাম পাশাপাশি মহল্লায় আমাদের বাসা, এবং আমরা কিছুদিন একই স্কুলেও একই সাথে পড়েছি), তবুও জয়ের সাথে পূর্বে আমার কোনদিন পরিচয়  হয়েছে বলে মনে হয়নি। প্রথম ও প্রধান কারণ আমার ঘরকুনো স্বভাব, এবং দ্বিতীয় কারণ, আমি খুব দ্রুত আমার স্বল্প পরিচিত মানুষদের ভুলে যাই।

জয় আমার সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। সে বন্ধু-বান্ধব এবং আশপাশের মানুষজন নিয়ে হই-হুল্লোড় করছে। রাত করে ঘরে ফিরছে। আর আমি আমার গুটিকয় বন্ধুদের হারিয়ে একাকি বন্ধু খুজে ফিরছি। এই সময়-ই জয়ের সাথে আমার বন্ধুত্ব। হয়তো বিপরীত মেরুর বলেই জয়ের সাথে আমার বন্ধুত্বটা খুব দ্রুতই হয়ে গেল। সাথে আরো ৩ জন বন্ধু-বান্ধবী। সারাদিন আমরা ৫ জন এক সাথে ঘুরছি ফিরছি। যেখানেই যাই ৫জন এক সাথে যাচ্ছি। ক্লাসের ফাকে ফাকে সারা ক্যাম্পাস টইটই করে ঘুরছি। ছিলাম ক্যান্টনমেন্ট কলেজে তাই স্বাধীনতা জিনিসটার স্বাদ পেলাম এই ভার্সিটিতে এসে।

Sunday, June 27, 2010

কাজলা দিদি - যতীন্দ্র মোহন বাগচী

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই? 
পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে 
ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই- 
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? 

সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;- 
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? 
খাবার খেতে আসি যখন, দিদি বলে ডাকি তখন, 
ওঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো? 
আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? 

Quick sort animation from wikipedia

Friday, June 25, 2010

just for fun.......

1.    বৃষ্টিতে ভিজে ভিজে ভরে নাতো পেট,

    খালি পেটে হাটা চলা করে মাথা হেট।

    বৃষ্টি যদি খাওয়া যেত, তবে বড় ভালো হতো,

    রেশনের লাইনেতে ভিড় যেত কমে,

    দোকান বাজার ঊঠে যেত প্ররথমে।

    তা যখন হয় না, কিছু বদলায় না,

    তবে কেন ভিজব? কেন নাচব?

    ব্যাটা তোর সাথে ঢ্যাং ঢ্যাং!
   
2. What's the difference between a teabag and Italy?
    ans: A teabag stays in the cup longer.
 
    What's the difference between a teabag and France?
    ans: tea bag don't spread odor.